ppp/IPv4 pools

  • IP Pool রিলেটেড যেকোন কাজ যেমনঃ নতুন পুল তৈরি করা, পুলের নাম এবং নেটওয়ার্ক পরিবর্তন করা, একটা পুল আরেকটা দিয়ে রিপ্লেস করা, সব কাজ এই মেনু থেকে করতে হবে। সফটওয়ার ইউজ শুরু করার পর এই কাজগুলো রাউটারে করা যাবে না।

  • কাস্টমার ইম্পোর্ট করার সময় পুল গুলো সফটওয়্যার এ অটোমেটিক্যালি চলে আসবে।

  • কাস্টমার ইম্পোর্ট করার পর, রাউটার এ পুলে কোন পরিবর্তন আনলে সেটা সফটওয়্যার এ আসবে না কিন্তু সফটওয়্যার এ পরিবর্তন করলে রাউটার এ আপডেট হবে।

  • কোন পুলে কত ইউজার আছে, কতগুলো আইপি ফাঁকা আছে তা দেখতে পারবেন।

  • পুল থেকে কাস্টমারকে যে আইপি দেওয়া হয়, কাস্টমার প্রতিবার কানেকশনে একই আইপি পায় ।

~~ এই অধ্যায়ের শেষ ~~